kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

৯ মাসের শিশু আরিয়ানের বস্তাবন্দি লাশ উদ্ধার!

নকলা (শেরপুর) প্রতিনিধি   

১৬ মে, ২০২২ ০২:৩২ | পড়া যাবে ১ মিনিটে৯ মাসের শিশু আরিয়ানের বস্তাবন্দি লাশ উদ্ধার!

মায়ের কোল থেকে ৯ মাসের ফুটফুটে শিশু আরিয়ানকে নিয়ে মামা জিহাদ বাড়ির উঠানে হাটছিল। যে ফুটফুটে আরিয়ান সবেমাত্র হামাগুড়ি শিখছিল। নানা বাড়ির প্রতিটি মানুষের এ কোল থেকে ওই কোলে ঘুরে বেড়ায়। হাসিমুখে তাকিয়ে সবাইকে হাসায়।

বিজ্ঞাপন

হঠাৎ ছোট্ট শিশু আরিয়ানকে না পেয়ে বাড়িসহ আশেপাশে না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করেও হদিস মেলেনি। নকলা উপজেলার গৌড়দার ইউনিয়নের লাভা গ্রামের সজল মিয়ার একমাত্র ছেলে ছিল আরিয়ান।

এরই মধ্যে ছোট্ট শিশুরাই বাড়ির সামনে গোয়াল ঘরের ইট খড় দিয়ে চাপা দেওয়া বস্তাবন্দি লাশ উদ্ধার করে।  

এরপর মৃত্যুর সত্যতা নিশ্চিত করতে নিথর দেহ নেওয়া হয় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক শিশু আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, আসামি গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  সাতদিনের সেরা