কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। আজ শনিবার দুপুর ১টায় গঙ্গামতি লেক সংলগ্ন সৈকতে অস্বাভাবিক জোয়ারের সঙ্গে ভেসে আসে বলে প্রত্যক্ষদর্শী জেলে মো. নিজাম নিশ্চিত করেন। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল জানান, প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে জাল জড়ানো রয়েছে।
বিজ্ঞাপন
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে ডলফিনটি সৈকতে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। এটি নিয়ে এ বছর সৈকতে মোট ৯টি মৃত ডলফিন ভেসে এলো।
পটুয়াখালী জেলার ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ'র ইকোফিশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে যে ডলফিনটি মৃত্যু অবস্থায় ভেসে এসেছে এটি মূলত ইরাবতী ডলফিন। পেট ফেটে গেছে। মনে হচ্ছে অনেক আগেই মৃত্যু হয়েছে।