kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৪ মে, ২০২২ ১১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও প্রাইভেটকারে বাসের ধাক্কায় সাতজন প্রাণ হারিয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১০-১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব পরিবহন নামে একটি বাস শিবচরের মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন

এ সময় মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজন মারা যান। আহত হয়েছেন আরো ১০-১৫ জন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।সাতদিনের সেরা