চট্টগ্রামের সীতাকুণ্ডে প্লাস্টিক কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মুরাদপুরে অবস্থিত ফেভারিটা প্লাস্টিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জাহিদ হোসেন (১৯)। তিনি উপজেলার মুরাদ ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামের নুরুল আলমের ছেলে।
বিজ্ঞাপন
সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, স্থানীয় এলবিয়ন ল্যাবরেটরিজের অঙ্গপ্রতিষ্ঠান ফেভারিটা প্লাস্টিক কারখানার শ্রমিক জাহিদ হোসেন প্রতিদিনের মতো মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালেও কাজ করতে যান। কাজের সময় অসতর্কতাবশত তার মাথা মেশিনে লেগে গেলে গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিক-কর্মকর্তারা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।