মানিকগঞ্জের সিঙ্গাইরে র্যাবের গাড়িতে সশস্ত্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। র্যাব জানায়, সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র্যাব সদস্যদের গুলিবিনিময় হয়।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। খবরটি জানিয়েছে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা।