kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

অরক্ষিত রেল ব্রিজে ট্রেনের ধাক্কা, গৃহবধূর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০২২ ২০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেঅরক্ষিত রেল ব্রিজে ট্রেনের ধাক্কা, গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে অরক্ষিত রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আছমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী শীলা রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আছমা খাতুন উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মশাখালী-কাওরাইদ স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত শীলা রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা