কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে ফসলি জমিতে। পুলিশ জানিয়েছে, শিশুটির সৎ বাবা স্থানীয় লোকজনকে ওই জমিতে তার মরদেহ দেখিয়ে দিয়ে পালিয়ে যান।
উপজেলার সুয়াগাজি এলাকার ভাটপাড়া গ্রাম থেকে রবিবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল।
নিহত শিশু মো. বাপ্পি উপজেলার জোড়কানন ইউনিয়নের তারাপুর গ্রামের দিনমজুর রাসেল মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল জানান, রবিবার রাতে ভাটপাড়া গ্রামে ফরিদ ফাইবার কম্পানি সংলগ্ন ফসলি জমিতে শিশুটির মরদেহ দেখিয়ে দেয় তার মায়ের দ্বিতীয় স্বামী রুবেল হোসেন ওরফে সেলিম। এরপর পালিয়ে যান তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গত শুক্রবার শিশু বাপ্পি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুর পরিবার।
প্রশান্ত পাল আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটির সৎ বাবা এ হত্যার ঘটনায় জড়িত। তাকে আটকের চেষ্টা চলছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।