kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

বালুবোঝাই ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৩ এপ্রিল, ২০২২ ২০:৫১ | পড়া যাবে ১ মিনিটেবালুবোঝাই ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবোঝাই ট্রাকের চাপায় জালাল মোল্লা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল মোল্লা কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের মৃত মহির উদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ইন্সপেক্টর (তদন্ত) ফিরোজ আলম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জালাল মোল্লা পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়।সাতদিনের সেরা