বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাত (৪০) ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার আলতাবনগর রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, সকাল ৯টার দিকে আলতাবনগর রেলস্টেশন এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়।
এসআই সুজা-উদ-দৌলা সরকার জানান, মরদেহের শরীরের আঘাতের ধরণ দেখে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।