ছবি : প্রচলিত
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার শাহপুর রেলস্টেশনের দক্ষিণে মাইলবাসা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের সুলতান মিয়া জানান, সকালে তিনি বোরো ধানের জমিতে কাজ করছিলেন। ওই সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর কালনি ট্রেন ঢাকার দিকে যাওয়ার পথে হুইসেল বাজায়।
বিজ্ঞাপন
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।