kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

পুকুরের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৮ জানুয়ারি, ২০২২ ২১:০৩ | পড়া যাবে ১ মিনিটেপুকুরের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

রাউজান হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তায় আবুল কাশেম নামের এক বাকপ্রতিবন্ধী পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। গতকাল শুক্রবার হলদিয়া ইউপির ১নং ওয়ার্ডের হাজী রহমান মঞ্জিল বাড়িতে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

স্থানীয় ইব্রাহিম হোসেনসহ অনেকে জানান, ৫৩ বছর বয়সী বাকপ্রতিবন্ধি আবুল কাসেম ওই পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যান। তিনি ওই এলাকার মরহুম হাজী আবদুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

৬ ভাই ১ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। একইদিন বাদে আছর সাহেব বাড়ি জামে মসজিদ ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা