চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুর উপজেলা থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন, জেলার নাচোল উপজেলার হাপানী দোগাছী গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী হুরতন বেওয়া (৭৫) ও গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর বাজার এলাকার রবিউল ইসলামের স্ত্রী মানজুরা বেগম(২৬)।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা শিমুলতলা গ্রামের সড়ক পাশের একটি ডোবা থেকে হুরতন বেওয়ার ও বিকেলে স্বামীর বাড়ি থেকে মানজুরা বেগমের মরদেহ উদ্ধার হয়।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, বিকেল ৫টার দিকে ডোবায় ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হুরতন বেওয়ার ফুলে যাওয়া মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
অপরদিকে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, গৃহবধূ মানজুরার স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে, মানজুরা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৃহবধূর পিতা মোজম্মেল হোসেনের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।