kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

পিকআপ চালানো শিখছিল তিতাস, চাপা দিল জিসানকে

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৮ জানুয়ারি, ২০২২ ২০:১৭ | পড়া যাবে ১ মিনিটেপিকআপ চালানো শিখছিল তিতাস, চাপা দিল জিসানকে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রশিক্ষণকালে পিকআপ ভ্যানের চাপায় জিসান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাড়ির পাশে স্কুল মাঠে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত পিকআপ চালককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।

জিসান (৭) আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের পূর্বপাড়ার প্রবাসী আলি হকের ছেলে ও বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার বিকেলে জিসানসহ কয়েক বন্ধু মিলে বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল। একই মাঠে উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলির ছেলে তিতাস পিকআপ ভ্যান চালানো শিখছিল। একপর্যায়ে তিতাস দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় স্কুলছাত্র জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা চালক তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'অভিযুক্ত চালককে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে'।সাতদিনের সেরা