kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সুন্দরবনের খালে মৃত বাঘ! কারণ জানতে ময়নাতদন্ত

বাগেরহাট প্রতিনিধি    

২৮ জানুয়ারি, ২০২২ ১৯:২৩ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরবনের খালে মৃত বাঘ! কারণ জানতে ময়নাতদন্ত

সুন্দরবনে একটি রয়েল বেঙ্গল টাইগার মারা গেছে। পূর্ব বন বিভাগের বাগেরহাট জেলাধীন দুবলারচরের কাছে রুপার খাল থেকে শুক্রবার সকালে বাঘটির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। বাঘটি 'বার্ধক্যজনিত কারণে' মারা গেছে বলে বন বিভাগের ধারণা। তবে মৃত্যুর কারণ জানতে বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানান একজন বন কর্মকর্তা।

বিজ্ঞাপন

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা শুক্রবার সকালে টহল দেওয়ার সময় বনের রুপার খালে মৃত অবস্থায় একটি বাঘ ভাসতে দেখে। তারা দ্রুত মৃত বাঘটি উদ্ধার করে। বাঘটির আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর এবং বাঘটি পুরুষ প্রজাতির। মৃত্যুর সঠিক কারণ জানতে বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান।

ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন আরো জানান, বন বিভাগের সদস্যরা বাঘটিকে কুলে উঠানোর পর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছে বাঘের শরীরের কোথাও আঘাতে চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে।সাতদিনের সেরা