রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কালার দোয়াল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহাবুল মন্ডল (২৭) নামে একজন গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শাহাবুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের বাসিন্দা।
জেলার পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, শাহাবুল পেশায় পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় চাকরি করেন। তিনি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা দায়ের করতে সম্মত হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার সকালে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।