চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলায় ১৫০ কোটি টাকা ব্যয়ে দর্শনা-মুজিবনগর টু লেন রাস্তার নির্মাণকাজে আনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার দুই পাশে তিন ফুট সাববেজ বালি ও খোয়ার মিশ্রণ ব্যবহার করার কথা থাকলেও দেওয়া হচ্ছে বালি, মাটি ও খোয়ার মিশ্রণ। অনিয়মের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সাববেজ খুঁড়ে এ মিশ্রণ পরীক্ষার জন্য জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার দর্শনা-মুজিবনগর টু লেন রাস্তার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে নাটুদাহ পর্যন্ত ১ শত ২০ কোটি টাকার ২৩ কিলোমিটার ও মেহেরপুর মুজিবনগর উপজেলার ২৯ কোটি টাকার ৭ কিলোমিটার- মোট ১ শত ৪৯ কোটি টাকার রাস্তা নির্মাণে কাজ পান মেহেরপরের ঠিকাদার জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মাটি ও খোয়ার মিশ্রণ রয়েছে বলে মনে হচ্ছে। তবে পরীক্ষা শেষে সঠিক তথ্য পাওয়া যাবে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, সড়কের দুটি স্থান থেকে সাববেজ খুঁড়ে উপকরণ নিয়ে জনসমুখে সিলগালা করা হয়েছে। পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।