সিরাজগঞ্জ শহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুলকাত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মিরপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মুলকাত আলী ওই গ্রামের মৃত আজিজ মাস্টারের ছেলে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, আহত অবস্থায় মুলকাত আলীকে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে আসেন স্বজনরা।
বিজ্ঞাপন
নিহতের ছেলে কাউসার আলী অভিযোগ করে বলেন, মিরপুর মহল্লায় নির্মানাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কাছের একটি জমি নিয়ে গ্রামের আকরাম খানের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবী করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল কাদের লোকজন নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে জমি জোরপূর্বক দখল করতে আসেন। এতে বাধা দিলে তারা আমার বাবাকে মারপিট করে আহত করে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।