kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, অত:পর গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২২ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটে৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, অত:পর গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ৫ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মজির উদ্দিন মৃধা (৬০) নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের কুঠি বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। বুধবার রাত ৮টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নির্যাতিত ওই ছাত্রের মা জানান, শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে বুধবার দুপুরে অভিযুক্ত মজির তাকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বাড়ির একটি ফাঁকা ঘরে নিয়ে ভুক্তভোগীকে বলাৎকার করে। পরে বাড়ি ফিরে শিশুটি ঘটনাটি সবাইকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য সুজন আলীকে বিষয়টি জানানো হয়।

ইউপি সদস্য সুজন আলী জানান, অভিযুক্তের কাছ বিষয়টি জানতে চাইলে প্রথমে সে অস্বীকার করলেও পরে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মজির মৃধা নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।সাতদিনের সেরা