গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে গ্রেপ্তারকৃতকে কালিয়াকৈর থানায় সোপর্দ এবং মামলা দায়ের করা হয়েছে। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুর থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মান্দাইল গ্রামের আ. আজিজের ছেলে বুলবুল আহমেদ (৩৬)।
বিজ্ঞাপন
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ একটি দল সফিপুর পশ্চিমপাড়া বালুর মাঠের আব্দুল আজিজের ভবনের সামনে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা জব্দ করে।
কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান জানান, ওই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি থানা হেফাজতে রয়েছে।