অবশেষে জেল গেটে শপথ নিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
আজ বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলগেটে তাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।
এ সময় জেল সুপার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. জান্নাতুন ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় শাহজাহান জেল গেটে শপথ নিয়েছেন।