মাদারীপুরের শিবচর উপজেলায় বালুবাহী একটি ট্রাকের চাপায় মিশন মোল্লা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের বিসাইমৃধাকান্দি এলাকার একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিশন ওই এলাকার মিঠু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্ন্যাসীরচর ইউনিয়নের বিসাইমৃধা কান্দি গ্রামের আড়িয়াল খাঁ নদের পুরাতন ফেরিঘাটের বাড়ির পাশে খেলছিল শিশু মিশন।
বিজ্ঞাপন
পাঁচ্চর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।