ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলম সপরিবারে এবং জেলার নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনজনই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে এসপি আলিমুজ্জামান নমুনা পরীক্ষা করে পজিটিভ ধরা পড়েন। তিনি নিজ সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
বিজ্ঞাপন
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলম জানান, তার স্ত্রী, শিশুসন্তানসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য উপসর্গের সঙ্গে তার মৃদু কাশি রয়েছে।
প্রসঙ্গত, এসপি আলিমুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেন। এ ছাড়া বিনা মূল্যে মাস্ক বিতরণ, অ্যাম্বুল্যান্স ও অক্সিজেন সেবা, করোনায় মৃতদের দাফন ও সৎকারসহ বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন।