চাঁদপুরের হাজীগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকায় আব্দুল আজিজের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
শাহজালাল নামের স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী জানান, রাতে অজ্ঞাত এক সিএনজিচালিত একটি স্কুটার অজ্ঞাত এই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
স্থানীয়রা ধারণা করছেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় গুরুতর আহত হন অজ্ঞাত এই নারী। অপর একটি পক্ষ জানায় সময় একটি সিএনজিচালিত স্কুটারের আঘাতে অজ্ঞাত এই নারী গুরুতর আহত হন। তবে স্কুটারটি কেউ চিহ্নিত করতে পারেনি।
পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর খবর পেয়ে উপ-পরিদর্শক মো. মাসুদ মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন। এই সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এই নারী মারা গেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, লোকমুখে জানতে পেরেছি একটি সিএনজির (সিএনজিচালিত স্কুটার) আঘাতে অজ্ঞাত এই নারী গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তিনি মারা যান।