kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

বিদ্যুৎস্পৃষ্টে জীবন প্রদীপ নিভে গেল ইটভাটা শ্রমিকের প্রাণ

শ্রীবরদী (শেরপুর) প্রতি‌নি‌ধি   

২৪ জানুয়ারি, ২০২২ ২৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুৎস্পৃষ্টে জীবন প্রদীপ নিভে গেল ইটভাটা শ্রমিকের প্রাণ

প্রতীকী ছবি

গোসল করতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে নুরুজ্জামান (৫০) না‌মে এক ইটভাটা শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ জানুয়া‌রি) বি‌কে‌লে শেরপু‌রের শ্রীবরদী‌ উপ‌জেলার খোশালপুর এলাকার ম‌নিরা অটো ব্রিক‌সে। নিহত নুরুজ্জাম‌ান পার্শ্ববর্তী বকসগে‌ঞ্জের গোয়ালগাও প‌শ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা য‌ায়, দুপু‌রের পর নুরুজ্জামান কাজ শেষ ক‌রে ইটভাটায় টিউবও‌য়ে‌লে গোসল কর‌তে যান।

বিজ্ঞাপন

এসময় আগে থে‌কেই বিদ‌্যুৎ‌তের ছেঁড়া তার প‌ড়ে টিউবও‌য়েলপাড় বিদ‌্যুতা‌য়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটা না জে‌নে গোস‌লের জন‌্য বাল‌তি‌তে থাকা পা‌নিতে মগ দি‌লে সেখা‌নেই তি‌নি বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়। প‌রে ইটভাটার অন‌্যান‌্য শ্রমিক ও আশপা‌শের লোকজন এসে তা‌কে উদ্ধার ক‌রে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হা‌শিম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের প্রস্তু‌তি চল‌ছে।সাতদিনের সেরা