প্রতীকী ছবি
গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে। নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসগেঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর নুরুজ্জামান কাজ শেষ করে ইটভাটায় টিউবওয়েলে গোসল করতে যান।
বিজ্ঞাপন
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।