শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসগেঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নুরুজ্জামান কাজ শেষ করে ইটভাটায় টিউবওয়েলে গোসল করতে যান।
বিজ্ঞাপন
শ্রীবরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।