বানিয়াচং থেকে ৪টি মেছো বিড়ালের ছানা উদ্ধার ও অবমুক্ত করেছেন হবিগঞ্জ বণ্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন। বসতবাড়ির পাশের জঙ্গলে ছানা এবং মেছো বিড়ালের খাবার ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে বন বিভাগের লোকজন ছানাগুলোকে অবমুক্ত করেন। এ সময় মা মেছো বিড়াল ছানাগুলো নিয়ে জঙ্গলে চলে যায়।
গতকাল রবিবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় বানয়িাচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দীপক চক্রবর্তীর বসতবাড়ি থেকে ছানাগুলো উদ্ধার ও অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের লোকজন থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার ও অবমুক্ত করে দেন।
এ ব্যাপারে হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রেঞ্জ কর্মকর্তা তোফায়লে আহমদে বলনে, 'মাত্র ৫/৬ দিনের দুধের ছানাগুলো আমাদের উপস্থিতিতে মা মেছো বিড়াল নিয়ে গেছে। যেখানে আছে সেখানে নিরাপদেই থাকবে। আমাদের আহ্বান সাধারণ মানুষের কাছে, আপনারা নিরীহ বন্য প্রাণী হত্যা না করে আমাদেরকে জানাবেন। '