নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের তরিতকীডাঙ্গা বাজারের পূর্ব পার্শে কবির দেওয়ানের বয়লারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ধামইরহাট থেকে মঙ্গলবাড়ী যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উপজেলার জাহানপুর ইউনিয়নের দক্ষিণ নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) এবং একই ইউনিয়নের নানাইচ সরদারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০) নিহত হন।
বিজ্ঞাপন
ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।