দোকানঘরের দেয়ালের সঙ্গে ট্রলির ধাক্কা, অমনি পেটে রড ঢুকে রাজ্জাক হোসেন (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হলো। আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
নিহত মো. রাজ্জাক হোসেন উপজেলার হেলেঞ্চা গ্রামের মোস্তাক ইসলামের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিহত ব্যক্তি শ্যালোচালিত ইঞ্জিন ট্রলিতে করে মাঠ থেকে মাটি নিয়ে আসছিলেন। ট্রলিটি তাঁর সহযোগী তরিকুল ইসলাম চালাচ্ছিলেন। একসময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পরিত্যক্ত দোকানের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় রাজ্জাক ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে থাকা রড তাঁর পেটের ভেতরে ঢুকে যায়।
স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ভাদুরিয়া বাজারে পল্লী চিকিৎসকের নিকট নিলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।