ময়মনসিংহের ফুলপুরে পুকুর থেকে মজিদা বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর ডিগ্রি কলেজের পশ্চিম পাশে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফুলপুর থানা সূত্র জানায়, খবর পেয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকৃত মজিদা বেগমের বাড়ি উপজেলার ভাইটকান্দি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশের সুরতহাল করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবারের সদস্যদের দাবি, মজিদা বেগস মানসিক ভারসাম্যহীন ছিলেন।