পাবনার চাটমোহরে সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে আব্দুল মমিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার সাহাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মমিন চাটমোহর পৌরসভার চৌধুরীপাড়া মহল্লার শুকুর আলীর ছেলে। পেশায় তিনি সুপারি ব্যবসায়ী।
বিজ্ঞাপন
জানা গেছে, সুপারি ব্যবসায়ী মমিন বিভিন্ন এলাকায় গাছের সুপারি কিনে তা বিক্রি করতেন। শনিবার দুপুরে সাহাপাড়ায় সুপারি গাছে সুপারি পারতে গিয়ে পা ফসকে গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে সন্ধ্যার আগে তিনি মারা যান।