kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

মাছ পাহারা দিতে গিয়ে নৌকাডুবি, নিহত ১

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০২২ ০৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেমাছ পাহারা দিতে গিয়ে নৌকাডুবি, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণীপুর বাওড়ে ইঞ্জিন চালিত নৌকা ডুবে একজনের প্রাণহানি হয়েছে। সে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের গুলজারের ছেলে বাদল (৩৯) ।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে বেণীপুর বাওড়ের মাছ পাহারা দিতে ইঞ্জিন চালিত নৌকায় ছিলো গঙ্গাসাদসপুর গ্রামের মৃত মাজেদুল ইসলামের ছেলে মাসুম, গুলজারের ছেলে বাদল ও সুবলপুর গ্রামের আপেল মাহমুদের ছেলে সাজু । নৌকাটি একদিকে থেকে অন্য কিনারায় যাওয়ার সময় ডুবে যায়।

বিজ্ঞাপন

এসময় মাসুম এবং সাজু সাঁতরে কিনারায় উঠতে পারলেও বাদল উঠতে পারেনি। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। অনেক খোঁজাখুজির পর রাত ১১টার দিকে বাদলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা