গ্রেপ্তার মাসুদ রানা।
রংপুরের মিঠাপুকুরে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোসাইহাট বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মাসুদ রানা দীর্ঘদিন থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ধর্ম ও রাষ্ট্র নিয়ে বিদ্বেষমূলক পোস্ট (স্ট্যাটাস) ও উস্কানি ছড়ানোর চেষ্টা করে আসছিলেন।
বিজ্ঞাপন
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, পুলিশ বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।