সিরাজগঞ্জের তাড়াশে গাঁজাসহ চারজন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
আটককৃত কারবারিরা হলো- উপজেলার তালম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের বড় ভাই, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শাহাদত হোসেন প্রামাণিক (৫২), জন্তিপুর গ্রামের মৃত গোলাপ মোল্লার ছেলে মো. রফিকুল ইসলাম (৫৮), মৃত আ. করিমের ছেলে মো. আব্দুস ছামাদ (৩৫), কুন্দাশন গ্রামের মৃত সন্তেশ সরকারের ছেলে মো. আইয়ুব আলী (৩৫)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২-এর স্পেশাল কম্পানির কম্পানি কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর সিংড়াগাড়ীপাড়া গ্রামের রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ চার আসামিকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন