রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ৬৮ নমুনা পরীক্ষায় ৩৯ জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) রাতে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান জানান, গত মঙ্গলবার ও বুধবার পিসিআর ল্যাব টেস্টের জন্য ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়।
বিজ্ঞাপন
এদিকে করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক সভা আহবান করা হয়েছে। সভায় সবগুলো বিভাগের সভাপতি, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বর্তমান পরিস্থিতিতে কী করা যেতে পারে সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।