পাবনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিটন আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা-কাশিনাথপুর হাইওয়ে সড়কের দরিয়াপুর নামক নতুন ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন জেলার ফরিদপুর উপজেলার সদর ইউনিয়নের গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাবনা শহরের একটি টেকনিক্যাল কলেজের প্রভাষক ছিলেন।
বিজ্ঞাপন
সূত্র জানায়, কলেজে ক্লাস শেষ করে গ্রামের বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা দেন কলেজশিক্ষক লিটন। এ সময় পাবনা-কাশিনাথপুর হাইওয়ে সড়কের দরিয়াপুর নামক নতুন ব্রিজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ রাত ৮টার দিকে দাফন করা হয়। লিটনের অকালমৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।