ঝালকাঠির নলছিটিতে পুকুরে মাছ ধরায় বাধা দিলে চাচাতো ভাইয়ের মারধরে খোকন চন্দ্র শীল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী লিপি চন্দ্র শীলকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানায়, খোকনের সঙ্গে পুকুর নিয়ে বিরোধ চলছিল চাচাতো ভাই সঞ্জয়ের।
বিজ্ঞাপন
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।