kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

গোমস্তাপুরে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০২২ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেগোমস্তাপুরে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পেছন থেকে ট্রাকের চাপায় মুসলিম আলী (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কের নুহু বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম আলী গোমস্তাপুরের বেগমনগর গ্রামের মৃত আতু ঘরামীর ছেলে। পুলিশ ঘটনার পর ট্রাক, (যশোর ট-১১-০৯১৮) এবং এর চালক আকবর আলী ও সহকারীকে আটক করেছে।

বিজ্ঞাপন

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাস বলেন, বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা বেপরোয়া ও দ্রুত গতির ট্রাকটি পেছন চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ মুসলিম আলী। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।সাতদিনের সেরা