চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পেছন থেকে ট্রাকের চাপায় মুসলিম আলী (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কের নুহু বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম আলী গোমস্তাপুরের বেগমনগর গ্রামের মৃত আতু ঘরামীর ছেলে। পুলিশ ঘটনার পর ট্রাক, (যশোর ট-১১-০৯১৮) এবং এর চালক আকবর আলী ও সহকারীকে আটক করেছে।
বিজ্ঞাপন
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাস বলেন, বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা বেপরোয়া ও দ্রুত গতির ট্রাকটি পেছন চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ মুসলিম আলী। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।