kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

ভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   

২৩ ডিসেম্বর, ২০২১ ১৯:৫১ | পড়া যাবে ২ মিনিটেভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাত ইউপির নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাত ইউনিয়নের ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ অনুষ্ঠানের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি আলমগীর হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।সাতদিনের সেরা