kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

২৩ ডিসেম্বর, ২০২১ ১৯:৪৩ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম নাঈম। সে উপজেলার কৈলাটী ইউনিয়নের কৈলাটী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নাঈম বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে বসে খেলা করছিল। কিছুক্ষণ পর নাঈমকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই পুকুরের পানিতে নাঈমকে ভাসতে দেখে পরিবারের লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমজাত হোসেন মৃত ঘোষণা করেন।   সাতদিনের সেরা