kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

নিতে আসলেন জয়িতা সম্মাননা, খোয়া গেল মোবাইল-টাকা!

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০২১ ১৭:৩৫ | পড়া যাবে ২ মিনিটেনিতে আসলেন জয়িতা সম্মাননা, খোয়া গেল মোবাইল-টাকা!

বেগম রোকেয়া দিবসে জয়িতার সম্মাননা নিতে যান তন্দ্রা দত্ত। সম্মাননা ক্রেস্টও দেওয়া হয় তাকে। তার মতো করে অনেককে বিভিন্ন ক্যাটাগরিতে এই দেওয়া হয়। এরপর গ্রুপ ছবি তোলার পালা।

বিজ্ঞাপন

সবার মতো করে তন্দ্রা দত্তও যান ছবি তুলতে। এ সময় হাতের ব্যাগটি রাখেন পাশের চেয়ারে। তবে ছবি তোলা শেষ করে দেখেন ব্যাগ গায়েব।

তন্দ্রার দাবি, ব্যাগে দুটি মোবাইল ছিল। যার মূল্য ২৭ হাজার টাকা। ব্যাগে আরো কিছু নগদ অর্থও ছিলো তার। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি আর পাওয়া যায়নি।

যশোরের কেশবপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতার সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়া নারী হিসেবে তন্দ্রা দত্তকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

ভুক্তভোগী তন্দ্রা দত্ত বলেন, 'সম্মাননা নিয়ে যৌথ ছবি উঠানোর সময় ২৭ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ও নগদ কিছু টাকাসহ পার্টসটি খোয়া যায়। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। '

তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।সাতদিনের সেরা