kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

ময়মনসিংহে ব্যবসায়ীদের সঙ্গে সালমান এফ. রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৩১ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহে ব্যবসায়ীদের সঙ্গে সালমান এফ. রহমানের মতবিনিময়

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ময়মনসিংহ অঞ্চলে শিল্পায়ন সম্ভাবনা-সংকট-সমাধান বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

 

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন, ময়মনসিংহ-১০ আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ প্তস সহ সরকারের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।  

এদিকে, বিকেলে টাউন হল মাঠে এক নাগরিক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।  সাতদিনের সেরা