kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে হাজির এসিল্যান্ড

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০২১ ২০:৫৪ | পড়া যাবে ১ মিনিটেএতিম শিশুদের জন্য কম্বল নিয়ে হাজির এসিল্যান্ড

উত্তরের জনপদে শীত আগে ভাগেই পড়তে শুরু করেছে। এই কঠিন শীতে দিনাজপুরের বোচাগঞ্জে এতিমখানার শিশুদের জন্য কম্বল নিয়ে হাজির হলেন সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ।

আজ বুধবার সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার দেউর দারুল উলুম হাফেজিয়া এতিমখানা মাদারাসার শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. মনসুর রহমানসহ মাদারাসার শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

কম্বল পেয়ে এতিমখানার শিশুদের মাঝে চোখে মুখে হাসির ঝলক দেখা যায়।

সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ শুরুতেই মাদারাসার শিশুদের সাথে সালাম বিনিময় করেন। তাদের বলেন, আপনাদের জন্য আমরা কিছু কম্বল নিয়ে আসছি। এই কথা শুনেই শিশুদের মুখে হাসির ঝলক দেখা যায়। বিদায় নেওয়ার সময় তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো করে পড়াশুনা করেন। আপনাদের হুজুরদের কথা শুনবেন।সাতদিনের সেরা