kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

একাধিক মেয়ে জন্ম দেওয়ায় 'খোঁটা'! প্রতিশোধে খুন

হবিগঞ্জ প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০২১ ১৯:০৬ | পড়া যাবে ১ মিনিটেএকাধিক মেয়ে জন্ম দেওয়ায় 'খোঁটা'! প্রতিশোধে খুন

গ্রেপ্তার শাহেনা বেগম।

শাহেনা বেগমের তিন মেয়ে এবং এক ছেলে। একাধিক মেয়েসন্তান জন্ম দেওয়ায় তাকে 'খোঁটা' দিতেন দেবরের স্ত্রী রুখসানা বেগম। এ নিয়ে তাদের মধ্যে চলছিল মনোমালিন্য। একপর্যায়ে 'খোঁটা'র প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন শাহেনা।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী সুযোগ খুঁজতে থাকেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সেই সুযোগ পান শাহেনা। পরিকল্পনা অনুযায়ী রুখসানার আড়াই মাস বয়সী সন্তান হোসাইনকে হত্যা করেন শাহেনা।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে হোসাইনের বাবা ফরহাদ মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর শাহেনা বোগমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাহেনা আমীরখানী মহল্লার ফয়েজ আহমেদের স্ত্রী। বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ সময় শিশু হোসাইনকে হত্যার দায় স্বীকার করেন শাহেনা।  

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, এই ঘটনায় একজনই আসামি। পুলিশ দ্রুত রহস্যের উদঘাটন করায় শিশুর পরিবার ন্যায়বিচার পাবে। এই ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।সাতদিনের সেরা