kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

চর কুকরি মুকরিতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধ', দুই জলদস্যু নিহত

ভোলা প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২১ ১৩:০০ | পড়া যাবে ১ মিনিটেচর কুকরি মুকরিতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধ', দুই জলদস্যু নিহত

ভোলায় র‍্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' দুই জলদস্যু নিহত হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। আজ রবিবার (৫ ডিসেম্বর) ভোরে জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

 

তিনি আরো জানান, উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ দুইটি উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, আজ রবিবার ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাসে র‍্যাব সদস্যরা অভিযান চালান। এসময় জলদস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হয়। কিন্তু নিহতরা কাদের গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ দক্ষিণ আইচা থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।সাতদিনের সেরা