kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

জাওয়াদের প্রভাবে বরগুনায় দমকা বাতাস, চিন্তিত কৃষক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২১ ১০:১৭ | পড়া যাবে ১ মিনিটেজাওয়াদের প্রভাবে বরগুনায় দমকা বাতাস, চিন্তিত কৃষক

বরগুনার বেতাগীতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে ভেসে বেড়াচ্ছে কালো মেঘ।
 আজ সকাল থেকে দমকা ঠান্ডা বাতাস বইছে সেই সাথে অন্ধকার রুপ ধারণ করেছে প্রকৃতি, সূর্যের দেখা মিলছে না। এতে জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  
 
করোনার পর এ বছর উপকূলীয় অঞ্চলের মানুষ মাঠ ভরা সোনালী ধান নিয়ে স্বপ্ন দেখছে।

বিজ্ঞাপন

উপজেলায় এ বছর ১ হাজার ৬ শ ২০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এরইমধ্যে মাঠভরা সোনালী ফসল দেখে কৃষকের হাসি ফুটেছে। আর ১০/১২ দিনের মধ্যে কৃষকরা এ ফসল ঘরে তুলতে পারবে।
 
কিন্তু হঠাৎ করে ঘূর্নিঝড় জাওয়াদের খবর শুনে চিন্তিত হয়ে পড়েছে কৃষক।   তারা জানিয়েছেন, পাকা আমনের মাঠে এ অবস্থায় বৃষ্টি হলে ধান গাছসহ হেলে পড়ে যাবে। এতে অর্ধেক ধান বিনষ্ট হবে। ঘরে তুলতে পারবে না তারা।
 
এছাড়া  বেতাগীর তীরবর্তী বিষখালী নদীর এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। অতীতে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, ফনিতে বিষখালীর তীরবর্তী মানুষের প্রাণহানি ঘটেছে। সেই সাথে গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।   


সাতদিনের সেরা