kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

রাস্তায় বসে পড়লেন বিএনপি নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০২১ ২০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেরাস্তায় বসে পড়লেন বিএনপি নেতাকর্মীরা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। এ সময় পুলিশের বাধার মুখে তারা একটি আঞ্চলিক সড়কে বসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এরাকার পুনিয়াউটস্থ কেন্দ্রীয় বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। অনতিদূরেই পুলিশের বাধার মুখে পড়েন তারা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে উপস্থিত বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা এ সময় পুনিয়াউট-কাজীপাড়া আঞ্চলিক সড়কে বসে পড়েন।

জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান এ সময় সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসার জন্য বিদেশে না পাঠিয়ে কোনো অঘটন ঘটলে এর দায়দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে। ’

জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে মানবিক দৃষ্টিকোণ থেকে দেশনেত্রীকে বিদেশ পাঠানোর জন্যে এখনো কোনো ব্যবস্থা হয়নি। কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। ’সাতদিনের সেরা