kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

চট্টগ্রামে ডেমো ট্রেন-বাস-সিএনজি সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৪ ডিসেম্বর, ২০২১ ১২:১২ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ডেমো ট্রেন-বাস-সিএনজি সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় বাস, সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাফিক পুলিশসহ দুই জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রেলওয়ে থানার ওসি সরওয়ার আলম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়েছেন।

পাঁচলাইশ মডেল থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা