kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

চুয়াডাঙ্গায় পাটকাঠির হাটে আগুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০৭ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় পাটকাঠির হাটে আগুন

চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে পাটকাঠির হাটে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে প্রায় ১০ লাখ টাকার পাটকাঠি। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাটের পাটকাঠি ব্যবসায়ী মোকাদ্দেস আলী জানান, রাত পৌনে ৮টার দিকে হাটে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় হাটের সব পাটকাঠি। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমাদের টিম এখনো সেখানে কাজ করছে। এজন্য এখনই ক্ষয়ক্ষতির বিবরণ বলা সম্ভব হচ্ছে না। সাতদিনের সেরা