kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

পুকুরে ভাসছিল স্যান্ডেল, পরে মিলল দুই শিশুর লাশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি    

২ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৯ | পড়া যাবে ১ মিনিটেপুকুরে ভাসছিল স্যান্ডেল, পরে মিলল দুই শিশুর লাশ

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

নিহতরা হলো কির্তলী গ্রামের রাব্বি জোয়াদ্দারের ছেলে রিয়াদ হোসেন (৩) ও মাছুম মূলের ছেলে মেহেদী হাসান (৩)।

বিজ্ঞাপন

নিহত রিয়াদ হোসেনের বাবা রাব্বি জোয়াদ্দার জানান, বেলা ১১টার দিক থেকে রিয়াদ ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে বাড়ির পাশে আব্দুর রহমানের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গ্রামের হজরত আলী বলেন, ছাগলের পাতা কাটার জন্য ওই পুকুরপাড়ের একটি গাছে ওঠেন। এসময় পুকুরে পানিতে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক কিছু না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।সাতদিনের সেরা