kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   

২৯ নভেম্বর, ২০২১ ২১:১৩ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকায় নানার বাড়িতে বিদ্যূৎস্পৃষ্ট হবার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মাহির(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চাঁপাইনববাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মো.আলমগীরের ছেলে।  

একটি পারিবারিক অনুষ্ঠানে নানার বাড়িতে বেড়াতে আসা মাহির সোমবার বেলা ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে বাড়ির ভেতরেই বিদূৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চাঁপাইনববাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।   সাতদিনের সেরা